• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শীর্ষ দশে তামিম-মিথুন-রিয়াদ-ইমরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শেষ হলো। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা তুলে ধরেছেন। জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশি বোলাররা দাপট দেখিয়েছেন। ব্যাটসম্যানরা যে পিছিয়ে ছিলেন একেবারে তা বলা যাবে না। শীর্ষ রান সংগ্রহের তালিকায় শীর্ষ দশে মাত্র চার জন দেশি।

তালিকায় সবার উপরে আছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ১১ ম্যাচে ৫৩.৮৮ গড়ে ৪৮৫ রান সংগ্রহ করেছেন এ দৈত্য। ফাইনালে খেলেছেন অপরাজিত ১৪৬ রানের ইনিংস। চলতি আসরে শেষ তিন ম্যাচের দুটিতেই ম্যাচজয়ী ইনিংস উপহার দিয়েছেন। করেছেন ২টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি। ফাইনালে তার দানবীয় ইনিংসে শিরোপা লাভ করে রংপুর রাইডার্স। ফাইনালের ইনিংসটিই এ আসরে তার সেরা ব্যাটিং রেকর্ড।

দ্বিতীয় স্থানে আছেন রানার্সআপ দলের ওপেনার এভিন লুইস। ১২ ম্যাচে ৩৬.০০ গড়ে তার সংগ্রহ ৩৯৬ রান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৭৫। অর্ধশত রয়েছে ৩টি।

তালিকার তৃতীয় স্থানে আছেন চ্যাম্পিয়ন দলের ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা। ১৫ মাচে ৪০.৫৫ গড়ে রান করেছেন ৩৬৫। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৫৯। অর্ধশত রয়েছে ২টি।

বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল রয়েছেন চতুর্থস্থানে। কুমিল্লার হয়ে ১০ ম্যাচ খেলে তার সংগ্রহ ৩৩২ রান। যদিও তিনি ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৬৪। অর্ধশত রয়েছে ২টি।

চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ মিথুন ১৫ ম্যাচে ২৯.৯০ গড়ে ৩৩২ রান করে রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। টুর্নামেন্টে সর্বোচ্চ রান অপরাজিত ৫০। অর্ধশত রয়েছে ১টি।

ক্যারিবিয় আরেক তারকা মারলন স্যামুয়েলস রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। ১২ ম্যাচে ৫৩.৫০ গড়ে ৩২১ রান সংগ্রহ করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৬০। অর্ধশত রয়েছে ২টি।

সপ্তম স্থানে আছেন সবার আগে ছিটকে পড়া চিটাগাং ভাইকিংসের লুক রনকি। ১১ ম্যাচে ২৯.১৮ গড়ে ৩২১ রান সংগ্রহ করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৭৮। অর্ধশত রয়েছে ২টি।

আশা জাগিয়েও প্লে-অফে খেলতে না পারা দল সিলেট সিক্সার্সের আন্দ্রে ফ্লেচার রয়েছেন তালিকার অষ্টম স্থানে। ১০ ম্যাচে ৩৫.২২ গড়ে করেছেন ৩১৭ রান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৭১। অর্ধশত রয়েছে ২টি।

বাংলাদেশ জাতীয় দলের টেস্টের সহ অধিনায়ক ও খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদুল্লাহ রয়েছেন নবম স্থানে। ১২ ম্যাচে ২৮.৩৬ গড়ে করেছে ৩১২ রান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৫৯। অর্ধশত রয়েছে ২টি।

জাতীয় দলের আরেক কান্ডারী ইমরুল কায়েস রয়েছেন তালিকার সর্বশেষ অর্থাৎ দশম স্থানে। ১৪ ম্যাচে ২৭.১৮ গড়ে করেছেন ২৯৯ রান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৪৭।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh