• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশি বোলারদের জয়জয়কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ২২:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শেষ হলো। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশি বোলাররা দাপট দেখিয়েছেন। উইকেট শিকারির তালিকায় শীর্ষ দশে আটজনই বাংলাদেশি।

তালিকায় সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ ম্যাচে ৪৪.৫ ওভার বল করে নিয়েছেন ২২ উইকেট। চলতি আসরে ২২তম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। এ আসরের এটিই তার সেরা বোলিং রেকর্ড।

দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটানসের আবু জায়েদ। ১২ ম্যাচে তার শিকার ১৮ উইকেট। এই উঠতি তারকার সেরা ৩৫ রানে ৪ উইকেট।

তালিকার তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি পেস তারকা হাসান আলী মাত্র ৯ ম্যাচে খেলে তুলে নিয়েছেন ১৬ উইকেট। ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা এ তারকা।