প্যারিস অলিম্পিক
স্বর্ণ জয়ে সবার শীর্ষে চীন
চলমান প্যারিস অলিম্পিকের শুরু থেকেই স্বর্ণে জয়ে জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করে আসছে চীন। পদক লড়াইয়ের এক সপ্তাহ শেষে স্বর্ণ জয়ের শীর্ষস্থান দখল করেছে দেশটি।
সবশেষ আজ শুক্রবার (২ জুলাই) ছেলেদের ড্রাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।
টুর্নামেন্ট এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে।
তবে সবমিলিয়ে পদক মিলিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৯ স্বর্ণ ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। স্বর্ণ পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র।
তৃতীয় স্থানে থাকা ফ্রান্স স্বর্ণ পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি।
মন্তব্য করুন
উপদেষ্টা আসিফের পিএস আবুল হাসান, এপিএস মোয়াজ্জেম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব (পিএস) হিসেবে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসান ও সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মাগুরার মো. মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে দুটি প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা।
আবুল হাসানের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আবুল হাসানকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোয়াজ্জেম হোসেনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিপ্রায় অনুযায়ী মো. মোয়াজ্জেম হোসেনকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে ভারতকে আইসিসির প্রস্তাব, যা বললেন জয় শাহ
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের আয়োজক বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর লাল-সবুজের গালিচায় পর্দা ওঠার কথা রয়েছে এই টুর্নামেন্টের। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং নাজমুল হাসান পাপনের আত্মগোপনের পর বাংলাদেশে এই টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে।
এমন অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে প্রস্তাব দিলেও, আইসিসির প্রস্তাবে সাড়া দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন তিনি।
জয় শাহ বলেন, বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল, যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। কারণ, আমরা তখনও বর্ষা মৌসুমে থাকতে পারি। আর পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। তাই আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই।
আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। জয় শাহের এমন বক্তব্যের তা একপ্রকার নিশ্চিত। জানা গেছে, আইসিসির প্রাথমিক বিবেচনায় বিকল্প হিসেবে ভেবে রেখেছিল ছিল শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে।
ভারত প্রস্তাব ফিরিয়ে দেয়ার ফলে শ্রীলঙ্কা এবং আরব আমিরাত বিশ্বকাপের আয়োজনের জন্য এগিয়ে থাকবে। যদিও ভারতের মতোই একই অবস্থা চলমান শ্রীলঙ্কাতেও। সেখানেও চলছে বৃষ্টির মৌসুম। গত বছর এশিয়া কাপের সহআয়োজক থাকাকালেও বৃষ্টি বাগড়া দিয়েছিল শ্রীলঙ্কায়।
এদিকে দেশের স্বাভাবিক নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা স্বীকার করেছেন বিসিবির কর্তারাও। নিরাপত্তা সংক্রান্ত সেই নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে চিঠিও দিয়েছিল বিসিবি। এ ছাড়া নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্বকাপ আয়োজনের জন্য জাতিসংঘ পর্যন্ত যাওয়ার কথাও উল্লেখ করেছিলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদের উদাহরণ টেনে যা বললেন মাশরাফী
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। কেবল ব্যতিক্রম ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান। কারণ, এই দুইজনই ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। তাই শেখ হাসিনা দেশ ছাড়ার পর তোপের মুখে পড়তে হয়েছে দুই ক্রিকেটারকে। নিজের মায়ের জন্য নির্মাণ করা মাশরাফীর নড়াইলের বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়।
সবকিছু নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এবং সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বুধবার (১৪ আগস্ট) দুটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেই সাক্ষাৎকারে ক্রিকেটার হিসেবে মানুষের ভালোবাসা পূরণে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেন তিনি।
কোটা আন্দোলনের সময় মাশরাফীর অনেক ভক্তই আশা করছিলেন ছাত্রদের পাশে দাঁড়াবেন তিনি। তবে মাশরাফী মনে করে দিয়েছেন, দায়িত্বশীল পদে থাকলে চাইলেও অনেক কিছু করা যায় না। উদাহরণ হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ঈঙ্গিত করেছেন তিনি।
সাক্ষাৎকারে মাশরাফী বলেন, ‘দেখুন, কোটা আন্দোলনের যে ছাত্ররা আছেন বা সমন্বয়কদের একজন, যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, তিনি তো এখন খেলাধুলা সার্বিক বিষয় নিয়ে কাজ করবেন। আল্লাহ না করুক, এখন যদি কোনো সমস্যা হয় বা কোথাও আটকে যান বা বড় কোনো ঘটনা ঘটে, তখন তিনি কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পরামর্শ নেবেন বা সিনিয়র উপদেষ্টাদের মধ্যে কারও সঙ্গে আলোচনা করে, তারপর বিবৃতি দেবেন। কারণ, তিনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন। হুট করেই গণমাধ্যমের সামনে কিছু বলতে বা করতে পারবেন না।’
তিনি বলেন, ‘দায়িত্বশীল জায়গাগুলো থেকে অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। অনেক কিছু সীমাবদ্ধতাও থাকে। হ্যাঁ, ক্রিকেটার মাশরাফীর কাছে মানুষের আবেগ-ভালোবাসার দাবি থাকবেই। ক্রিকেটের কারণেই এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি যেহেতু একটা চেয়ারে বসেছিলাম, তাই হুট করে কিছু বলতে পারিনি বা এখন যারা কাজ করছেন, তারাও হুট করে কিছু করতে পারবেন না।’
তবে নিজের সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না মাশরাফী। তার ভাষ্য, ‘হুট করে একটা কথা বলে দিলাম, আর সেই কথা নিয়ে আরও বড় কিছু ঘটে গেল, আর তা সামলানোর ক্ষমতা আমার নেই। এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা ছিল বা আছে। সেটাকে আবার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি সেটাও কিন্তু না।’
শেষদিকে নিজের ব্যর্থতাকে শিকার করে এই সাবেক অধিনায়ক বলেন, প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। নড়াইলের কৌশিক সংসদ সদস্য হতে পেরেছে, সে বাংলাদেশের মাশরাফী হয়েছে বলেই। ক্রিকেটার হিসেবে সেই ভালোবাসার দাবি মেটাতে ব্যর্থ হয়েছি। তবে সংসদ সদস্য হিসেবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে। সেখানেও ব্যর্থ হয়েছি।
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন মাশরাফী। আওয়ামী লীগের টিকিটে টানা দুইবার নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। যার ফলে, এবার জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।
বিসিবিতে কাজ করার প্রস্তাব পেলেন ফারুক আহমেদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখনও পর্যন্ত আত্মগোপনে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি শোনা যাচ্ছে, পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। এরপরই আলোচনা শুরু করে হয়েছে দেশের ক্রিকেটের দায়িত্ব কার কাঁধে উঠতে যাচ্ছে। এর সম্ভাব্য তালিকায় রয়েছে বেশ কয়েকজনের নাম।
যাদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু সব ছাপিয়ে এখন আলোচনায় সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম। কারণ, তার সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
জানা গেছে, বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে হয়েছে আলোচনা। সেখানে বোর্ডে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফারুককে। আজ (রোববার) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।
ফারুক বলেন, আমাকে বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে। আমাকে বলেছে আমি পজিটিভভাবে নিয়েছি। আগে একসময় বোর্ড থেকে রিজাইন করেছিলাম, এখন যদি পরিবেশ ভালো হয়, নিজের মতো কাজ করতে পারি তাহলে কেন নয়। ক্রিকেটকে তো ভালোবাসি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তো মিটিং হচ্ছে।
কোন পদের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে এই সাবেক ক্রিকেটার বলেন, আমাকে সভাপতির জন্য এখনও প্রস্তাব দেওয়া হয়নি। তাই এখনই বলতে পারছি না। সভাপতি হওয়ার প্রস্তাব পাইনি, জিজ্ঞেস করেছে কাজ করব কি না। সভাপতি হবো কি না যখন প্রস্তাব দেবে, তখন চিন্তা করব।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামী ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ না হলে জিম্বাবুয়ে অথবা আরব আমিরাতকে বেছে নিতে পারে আইসিসি।
হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরণ করে নিতে মিরপুরে ব্যস্ত সময় পার করছেন বিসিবির স্টাফরা। কারণ, প্রথমবার ক্রিকেট বোর্ড পরিদর্শন করতে মিরপুরে যাওয়ার কথা রয়েছে এই উপদেষ্টার। এরই মধ্যে বিসিবিতে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার।
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল।
কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে তিনি আর যে ফিরবেন না তা অনেকটাই নিশ্চিত। তাই তামিমের সঙ্গ এবার দলে ফেরা নিয়ে কথা বলবেন নির্বাচকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই বিসিবিতে যে মিটিং করতে এসেছেন তামিম তাও অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়।
তামিমের সঙ্গে বৈঠক করা নিয়ে লিপু বলেছিলেন, আগে আমরা জানতাম যে সভাপতির (পাপন) সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।
আরও এক দুঃসংবাদ পেল বিসিবি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। যার ফলে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিতে বাধ্য হয়েছে আইসিসি। এবার আরও একটি দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের নির্ধারিত ‘এ’ দলের বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।
আগামী সেপ্টেম্বরে দুটি চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কিন্তু নিউজিল্যান্ড তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় সফরটি স্থগিত করতে হয়েছে কিউইদের। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।
তিনি বলেন, ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে নিউজিল্যান্ড দলের ভারত সফর আছে। ‘এ’ দলের বাংলাদেশ সফরকে তারা দেখছিল সেই সিরিজেরই প্রস্তুতি হিসেবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আর হচ্ছে না। তবে সিরিজটি পরবর্তীতে কোন একটা সময় আয়োজন করা যাবে বলে আশাবাদী বিসিবি।
ওপেনিংয়ে নেমে ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত
টেস্ট ক্রিকেটে ম্যাচ বাঁচাতে অনেক সময় ব্যাটারদের ধীরগতিতে ব্যাটিং করতে দেখা যায়। এমন পরিস্থিতিতেও কোনও না কোনওভাবে কিছু রান চলে আসে। তবে ইংল্যান্ডের ডিভিশন ক্রিকেটে এক ব্যাটার ওপেনিংয়ে নেমে ১৩৭ বলে খেলে শূন্য রানে অপরাজিত থেকে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন।
ঘটনাটি ঘটেছে ইংল্যন্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইন সাউথের ম্যাচে। ক্রিকেটারের নাম ইয়ান বেস্টউইক। ৪৫ ওভার ব্যাটিং করে ১৩৭ বল খেলে একটি রানও করেননি।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে রয়েছে অদ্ভুত এক নিয়ম। একদিনের ক্রিকেটের সেই লিগে পরে ব্যাট করা দল চাইলে জয়ের চেষ্টা না করে ম্যাচ ড্র করতে পারে। আর সেটি করতে গিয়েই এক কাণ্ড করেছেন ইয়ান বেস্টউইক।
শুধু তিনি নয় পুরো দলই ৪৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে করেছে কেবল ২১ রান। ২৭২ রান তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট খোয়ানোর পরই এমন ধীর গতির ব্যাটিং করতে থাকে ডার্লি অ্যাবির ব্যাটসম্যানরা। এর ফলে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে দলটি।