• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৯:৪১
মট
ছবি-এএফপি

গত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন কিছুর স্বপ্ন দেখেছিল তারা। তবে সেমিফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।

আর টানা দুইটি বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চার বছরের চুক্তির দুই বছর বাকি থাকলেও মঙ্গলবার (৩০ জুলাই) দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে গত নয় মাসে দলীয় পারফরম্যান্সের পর্যালোচনা করতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি’র সঙ্গে বৈঠকে বসেন মট। এরপরই তিনি দায়িত্ব ছাড়ার কথা জানান। মট চলে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তার সহকারী হিসেবে থাকা মার্কাস ট্রেসকোথিককে।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে মট বলেছেন, আমি ইংল্যান্ড পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করতে পেরে অনেক গর্বিত। এটি আমার জন্য অনেক সম্মানের। গত দুই বছরে আমরা সাফল্য পাওয়ার লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই সময়ে দল যেমন মানসিকতা ও খেলার প্রতি নিবেদন দেখিয়েছে সেসব আমাকে গর্বিত করেছে। এর মধ্যে ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়।

তিনি আরও বলেন, ক্রিকেটার, ম্যানেজমেন্টসহ ইসিবির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থেকে যারা আমাকে সমর্থন ও কঠোর পরিশ্রম দিয়ে সহায়তা করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অসাধারণ কিছু স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি।

‘পরিশেষে কৃতজ্ঞতা জানাতে চাই ইংল্যান্ড সমর্থকদের প্রতি, যারা সবসময় অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, আমরা বিশ্বের যেখানেই খেলতে গিয়েছি সাহস জুগিয়েছে।’

২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া নারী দলের সাবেক সফল কোচ মটকে। ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার মাস ছয়েকের মধ্যে সাফল্য পান মট, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড।

যদিও এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে কেবল তিনটি জয় এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইংলিশরা।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় হতাশ কোচ মারুফুল হক
ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব
অবশেষে কেজরিওয়ালের পদত্যাগ
আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল, স্বপ্ন এখন জাতীয় দল