• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

চমক রেখে পাকিস্তান সফরের দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৭:৫০
বাংলাদেশ
ছবি- বিসিবি

আগামী মাসের শুরুতেই দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আসন্ন সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দিনের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর।

মঙ্গলবার (৩০ জুলাই) মুশফিকুর রহিম-মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটারদের স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ৬ জুলাই পাকিস্তানের উদ্দেশে রওনা দিবেন ক্রিকেটাররা। এরপর ১০-১৩ জুলাই পর্যন্ত হবে প্রথম এবং ১৭-২০ জুলাই পর্যন্ত চলবে দ্বিতীয় ম্যাচ।

এরপর ২৩ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ জুলাই। এই সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।

প্রথম টেস্টের স্কোয়াড: এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ও শাহাদাত হোসেন দিপু।

চার দিনের প্রথম টেস্ট ম্যাচ শেষ হতেই পাকিস্তানে পাড়িজমাবেন সাকিব-লিটনরা। টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুশফিক এবং মুমিনুলকে। তাই চার দিনের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড: এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, রুয়েল মিয়া, জাকির আলী অনিক, তাওহীদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

ওয়ানডে ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান ও তানভীর ইসলাম।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ সেপ্টেম্বর)
বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির
নাম বদলে যাচ্ছে সেন্সর বোর্ডের
নিতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক