অন্যের কোলে প্রেমিকা, ইয়ামালের সম্পর্কে ভাঙনের সুর
সম্প্রতি শেষ হওয়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (ইউরো) পায়ের জাদু দেখিয়েছেন ১৭ বছরের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন হয়েছে তার দল স্পেন। পুরো আসরজুড়ে তার সঙ্গি ছিল মডেল প্রেমিকা অ্যালেক্স পাদিল্লা। এমনকি লামিনের সঙ্গে শিরোপা উৎসবেও অংশ নেন তিনি।
এবার লামিনের সঙ্গে অ্যালেক্স পাদিল্লার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি তার প্রেমিকা পাদিল্লার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। লাইভে দেখা যায় পাদিল্লা অন্য ছেলের কোলে বসে আছেন। প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। ফলে তাকে আনফলো করেছেন এই স্প্যানিশ ফুটবল তারকা।
টিকটক ভিডিও ধারণ করার সময় লামিনের প্রেমিকা অন্য সঙ্গীকে বলেন, ‘কী করছো তুমি, পাগল নাকি; আমাকে ধ্বংস করবে নাকি?’ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রেমিকাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ তারকা ইয়ামাল।
মন্তব্য করুন