• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

ভারতের একগুঁয়েমি, ইংল্যান্ডকে পাশে পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ২০:৩৮
চ্যাম্পিয়ন্স ট্রফি
ছবি-এএফপি

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান। তবে দেশটিতে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় না ভারত। যার ফলে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশটির এমন সংকটময় পরিস্থিতিতে পাশে পেয়েছে ইংল্যান্ডকে।

ভারত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার প্রস্তাব দিলেও, পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে আলাপকালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গ্লাড বলেন, এটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর যে এটি (চ্যাম্পিয়নস ট্রফি) যেন (পরের বছর পাকিস্তানে আয়োজিত হয়)। বিশেষ করে পিসিবি এবং ইসিবি এমনটাই চায়।

গত ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্বও বুঝিয়ে দিয়েছে আইসিসি। এই পথের বড় বাঁধা ভারত। কারণ, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না ভারত। যদিও এমন আশঙ্কা ছিল অনেক আগে থেকেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জন কিংবা আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ ভারতের। পাকিস্তানের সামা নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরকার অনুমতি না দেয়ায় পাকিস্তানে যাচ্ছেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এমনটা হলে সবশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হাঁটতে হবে পিসিবিকে।

তবে এশিয়া কাপে ছাড় দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কঠোর অবস্থানে পাকিস্তানে। কারণ, তাদের বিশ্বাস ছিল ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেলে পাকিস্তানে আসবে রোহিত-কোহলিরা। কিন্তু তারা যে পুরোপুরি ভুলছিল তা প্রমাণ করে দিয়েছে বিসিসিআই।

তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হলে আয়োজক হিসেবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের নাম।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন ক্রিকেটাররা
পাকিস্তানকে ধবলধোলাই, যত টাকা বোনাস পেলেন প্রতিজন ক্রিকেটার
বাংলাদেশের জন্য যেমন পিচ প্রস্তুত করলো ভারত
স্কোয়াডে না থেকেও বাংলাদেশ-ভারত সিরিজে থাকছেন তামিম