logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

বিরাট-আনুশকার বিয়েতে যাচ্ছেন একঝাঁক তারকা!

স্পোর্টস ডেস্ক
|  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:২২ | আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০১
বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে নিয়ে তোলপাড় বলিউড ও ক্রিকেট বিশ্বে। ইতালিতে কি সত্যিই বিয়ে করছেন দুজনে? এখনো দুই পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য সামনে আসেনি। এমনকি ঘনিষ্ঠ বন্ধুরাও কেউ মুখ খুলছেন না। শুধু বাবা-মা-ভাই ও পুরোহিতকে সঙ্গে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছে আনুশকাকে। আর তাতেই জল্পনা আরো উসকে গেছে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় তারকা জুটির হাইভোল্টেজ বিয়েতে ঠিক কী হতে পারে তা নিয়ে জল্পনাও চলছে। এর মাঝেই আরো বেশ কিছু তথ্য ভেসে আসছে।

bestelectronics
ঘটনা কেউ স্বীকার না করলেও বিয়ে হোক বা বাগদান কিছু একটা ঘটছেই। কারণ বিরাট কোহলিও ছুটি নিয়েছেন দল থেকে। খোঁজ মিলছে না তার। সূত্রের খবর, আনুশকাদের দেশ ছাড়ার সময়ই ইতালি উড়ে গেছেন ভারতীয় অধিনায়ক। মুখ ঢেকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন। তারপর ইউরোপের ফ্লাইট ধরে উড়ে গেছেন তিনি।

গ্র্যান্ড এ আয়োজনে কারা যোগ দিচ্ছেন-এমন প্রশ্ন তো থাকাটাই স্বাভাবিক। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ক্রিকেটারদের মধ্যে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংকে বিয়ের নিমন্ত্রণ দেয়া হয়েছে। ইতালির মিলানের উদ্দেশে শিগগির রওনা দেবেন তারা। 

গণমাধ্যমটি জানায়, আমন্ত্রিত সবাই অতি ঘনিষ্ঠ। পরিবারের সদস্যদের নিয়েই মূলত অনুষ্ঠান হবে। এদের মধ্যে বিরাটের ছোটবেলার কয়েকজন বন্ধু রয়েছেন। আর ক্রিকেট জগত থেকে শুধু শচীন ও যুবিই যোগ দিচ্ছেন। এর পাশাপাশি বিরাটের কোচ ও পরিবারের ঘনিষ্ঠজন রাজকুমার শর্মাও থাকছেন।

আনুশকা শর্মাও নাকি বেশ কয়েকজন ভিভিআইপিকে বিয়েতে নিমন্ত্রণ পাঠিয়েছেন। তার মধ্যে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, প্রযোজক আদিত্য চোপড়া, ব্যান্ড বাজা বারাতের পরিচালক মনীশ শর্মা এবং বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

শোনা যাচ্ছে, ১২ ডিসেম্বর মিলানে বিয়ে হচ্ছে তাদের। এরপর রোমে হানিমুনে যাওয়ার কথা এ জুটির। মুম্বাইয়ে ২১ অথবা ২২ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন হবে তাদের। সেখানে পুরো ক্রিকেট জগত ও বলিউডে আনুশকার সহকর্মীদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে। তবে দিন পরিবর্তনও হতে পারে। কারণ ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে শেষ টি-টোয়েন্টি খেলার কথা ভারত দলের।

ওয়াই/ডিএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়