ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২৩ বছরের শিরোপা আক্ষেপ ঘোচাতে মরিয়া কলম্বিয়ানরা।
সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, তা নিয়েই নানান কৌতূহল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। তবে সুসংবাদ হলো ২০২১ কোপা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালের মতোই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে আকাশি-সাদা জার্সি ও সাদা রঙের শর্টস পরে খেলবে দলটি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে অপয়া অ্যাওয়ে জার্সিতে খেলবেন না মেসিরা।
১৯৯০ বিশ্বকাপ ও ২০১৪ বিশ্বকাপে অ্যাওয়ে জার্সিতে খেলেছিল আর্জেন্টাইনরা। দুইবারই হতাশাকে সঙ্গী করেছিল তারা; যা এখনও তাদের পীড়া দেয়। অপয়া সেই জার্সি থেকে সরে এসে চিরাচরিত হোম জার্সি পরে খেলেই সাফল্য পেয়েছিল মেসির দল। এবারও সেই জার্সি পরেই মাঠে নামবেন মেসি-ডি মারিয়ারা।
মন্তব্য করুন