• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে সুসংবাদ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১৪:০৩
কোপা আমেরিকা
ছবি-এএফপি

চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট শেষ করে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। তাই বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগি হয়ে পড়ছেন তিনি। তবে সেমিফাইনালের আগে ডি মারিয়াকে নিয়ে সুখবর পেয়েছে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামা হয়নি ডি মারিয়ার। তাই সেমিফাইনালের আগে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে পুরো ফিট হয়ে সেমিফাইনালে মাঠে নামবে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়া।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা।

চলমান কোপায় আর্জেন্টিনার কার্যত আর দুটি ম্যাচ বাকি। সেমিফাইনাল, ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী। সে হিসেবে আলবিসেলেস্তেদের জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে পারবেন ডি মারিয়া।

কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সময় যে ফুরিয়ে আসছে সেটাও স্মরণ করলেন। লিখেছেন প্রতিটা মিনিট উপভোগ করার কথা।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল
বন্ধু ডি মারিয়ার বিদায়ে আবেগঘন বার্তা মেসির
মেসির জার্সিতে গোল করে যা বললেন দিবালা
মেসিকে ছাড়াই চিলিকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা