• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:১৯

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলে এ রেকর্ড গড়েন তিনি। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সব লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

চলতি বিপিএলে ১১ ম্যাচে ২৫ গড়ে ১৭৬ রান করেছেন সাকিব। ১৯ উইকেট নিয়ে শিকারের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে তার পরে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। ১৫৬ ম্যাচে ২৩ গড়ে ২ হাজার ৬৭৪ রান করেছেন মিস্টার কুল। অর্ধশতক ১০টি, উইকেট সংখ্যা ৭৬টি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, বিগ ব্যাশ টি-টোয়েন্টিসহ সব ধরনের টুর্নামেন্টে দেখা মিলেছে সাকিবের। টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলে ২০.৭৯ গড়ে ৩ হাজার ৯৩১ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অর্ধশতক রয়েছে ১৪টি। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল এই অভিজ্ঞ অলরাউন্ডার। ২৫০ ম্যাচে উইকেট সংখ্যা ২৮৯টি; সেরা বোলিং ফিগার ৬/৬।

মাহমুদুল্লাহ রিয়াদের পরে রয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৫৩ ম্যাচে ৩০ গড়ে রান করেছেন ৩ হাজার ৫০৭; অর্ধশতক রয়েছে ২৯টি ও সেঞ্চুরি ২টি। তার পরেই চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৪০ ম্যাচে ২৫ গড়ে রান করেছেন ২ হাজার ৫৪৩; অর্ধশতক রয়েছে ১৩টি। ব্যাটিংয়ের পাশাপাশি স্ট্যাম্পের পেছনেও সফল মিস্টার ডিপেন্ডেবল। ১৪০ ম্যাচে ডিসমিসাল সংখ্যা ১১৩।

এএ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
X
Fresh