• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডোপটেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ শাহজাদ

স্পোর্টস ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:১০

ডোপপাপীদের ব্যাপারে অনেক কঠিন বিশ্বের ক্রীড়া সংস্থাগুলো। এর থেকে ব্যতিক্রম নয় ক্রিকেট বোর্ডও। সে হিসেবে ডোপ টেস্টে উত্তীর্ণ না হতে পারায় এক বছরের জন্য নিষিদ্ধ হলেন আফগানিস্তানের মারকুটে উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আইসিসির এন্টি ডোপিং কোডের অনুচ্ছেদ ২.১ ভঙ্গের দায়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি।

নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের ১৭ জানুয়ারিতে আইসিসিকে মূত্রের নমুনা দিয়েছিলেন শাহজাদ। নমুনা পরীক্ষার পর তাতে নিষিদ্ধ 'ক্লেনবিউটেরল'-এর উপস্থিতি পাওয়া যায়।

এই উপাদানের কোনো ওষুধ ব্যবহারে আগে থেকেই নিষেধাজ্ঞা আছে খেলোয়াড়দের।

শাহজাদ অবশ্য তার ভুল স্বীকার করে নেন। ১৭ জানুয়ারি থেকেই তার উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি।

শাহজাদ আইসিসিকে জানিয়েছেন, তিনি শক্তিবর্ধক কোনো ড্রাগ নেননি। শরীরের ওজন কমানোর জন্য তিনি 'হাইড্রোক্সিকাট'-নামের সাপ্লিমেন্ট নিয়েছিলেন। যাতে নিষিদ্ধ 'ক্লিনবিউটেরল' উপাদান হিসেবে ছিল।

আইসিসি তাই অপরাধটিকে খুব বড় করে দেখেনি। না হয়, শাস্তি হয়তো আরও বাড়তো। তবে এন্টি ডোপিং রুলস ভঙ্গের দায়ে শাহজাদকে দায়ী করা হয়েছে।

এ জায়গায় আইসিসির জিরো টলারেন্সের বিষয়টিও মনে করিয়ে দেয়া হয় এই ব্যাটসম্যানকে।

এএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh