• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জ্বলে উঠল লিটনের ব্যাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৯

কুমিল্লা ভিকটোরিয়ানসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের নয় ইনিংসে ১৫৭ রান করেছিলেন লিটন দাস। সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেছিলেন এ উইকেট কিপার ব্যাটসম্যান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে জ্বলে উঠলেন ওপেনার লিটন। ৪৩ বলে ৬৩ রান করে দলকে তুলে দিয়েছেন ১৭০ রানের বড় সংগ্রহ। ৬টি ৪ ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজিয়ে রস হুইটলির বলে আউট হন লিটন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। তৃতীয় ওভারে নাবিল সামাদের বলে ফিরে যান আরেক ওপেনার জস বাটলার। দলীয় ৩৭ রানে ব্যক্তিগত ৭ রান করা ইমরুল কায়েসকে ফেরান অধিনায়ক নাসির হোসেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন লিটন।

৪৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সামুয়েল ফিরেন কামরুল ইসলাম রাব্বির বলে। ১৮ বলে ২৮ করে শোয়েব মালিক ও ২ বলে ১ রান করে হাসান আলী অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে নাবিল, নাসির, রাব্বি ও হুইটলি নেন একটি করে উইকেট।