• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেষ চারের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে রংপুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩

শেষ চারে উঠতে হলে জয়ের বিকল্প নেই রংপুর রাইডার্সের। জিতলে শেষ চারে ওঠে যাবে তারা। এমন পরিস্থিতিতে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে রংপুর রাইডার্স। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

ইতোমধ্যে শেষ চারের টিকিট হাতে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটানস। বাকি আছে একদল। কে হবে সেই ভাগ্যবান?

রংপুর রাইডার্সের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে রংপুর হারতে থাকলে পেছনে থেকে মাথা ঢোকাতে পারে রাজশাহী কিংস কিংবা সিলেট সিক্সার্স।

আজকের ম্যাচটি মাশরাফি-মিথুনদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ জিতলে সোজা চারে চলে যাবে রংপুর। আর হারলে পরের ম্যাচ হবে ‘ডু অর ডাই’।

অর্থাৎ আজকের ম্যাচ না জিতলে নিজেদের শেষ ম্যাচে অবশ্যই রংপুরকে জিততে হবে, যদি তারা চারে খেলতে চায়।

সোজাভাবে রংপুরের শেষ চারে খেলার উপায় শেষ দুই ম্যাচের অন্তত একটিতে জয়। এই মুহূর্তে রংপুরের পয়েন্ট ১০। রাজশাহীর ৮ আর সিলেটের ৭।

রংপুর আজ জিতলে পয়েন্ট হবে ১২। অপরপ্রান্তে রাজশাহী তাদের শেষ ম্যাচ এবং সিলেট তাদের শেষ ম্যাচে জিতলেও প্লে-অফ খেলতে পারবে না। কারণ জয়ের পর রাজশাহীর পয়েন্ট হবে ১০, সিলেটের হবে ১১।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh