• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুপুরে চিটাগাং-সিলেট, সন্ধ্যায় রংপুর-খুলনা

স্পোর্টস ডেস্ক

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১০:১৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ৩৭তম ম্যাচে আজ রোববার বেলা ১টায় চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটানস।

কুমিল্লার বিপক্ষে রংপুর ম্যাচ হারায় কাগজে কলমে কোয়ালিফায়ারের আশা টিকে আছে সিলেটের।

সেক্ষেত্রে চিটাগাংয়ের বিপক্ষে জিততেই হবে নাসির হোসেনের নেতৃত্বাধীন দলটির। ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে সিলেট।

রংপুর এবং সিলেট দুই দলেরই বাকী রয়েছে দুটি করে ম্যাচ। রাজশাহীর বাকী এক ম্যাচ। সিলেট বাকী ম্যাচগুলো জিতলে এবং রংপুর ও রাজশাহী হারলে কোয়ালিফাই করবে তারা।

রংপুরের জন্য হিসেবটা একটু সহজ। দুই ম্যাচ থেকে তাদের দরকার দুই পয়েন্ট। খুলনার বিপক্ষে আজ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে মাশরাফির দল।

গেলো ম্যাচে কুমিল্লার বিপক্ষে বাজে পারফরমেন্স কাটিয়ে উঠতে চাইবেন মাশরাফি।

এরই মধ্যে চলতি আসরে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে তামিম ইকবালের কুমিল্লা। ১১ ম্যাচে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। তৃতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।

ওয়াই/আরকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh