• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল খেলে লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

  ৩০ নভেম্বর ২০১৭, ১৮:৪৩

বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন। ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত। ঢাকা ও চট্টগ্রামের বিপক্ষে জয়ে রাখেন উল্লেখযোগ্য ভূমিকা। এমন পারফরম্যান্সের নগদ পুরস্কার পেলেন লঙ্কান এ ক্রিকেটার।

ভারতের বিপক্ষে আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য থিসারা পেরেরা শ্রীলঙ্কার হয়ে নেতৃত্ব দেবেন। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৭ ডিসেম্বর।

টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিবেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে।

থিসারা এবারই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হলেন। গত মাসে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টেয়েন্টিতেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন থিসারা।

সাঙ্গাকারা-মাহেলাদের অবসরের পর তরুণ দল গড়ে শ্রীলঙ্কা। তবে এ দলটি দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে পায় ওয়ানডে সিরিজ হারের লজ্জা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে উপুল থারাঙ্গার পরিবর্তে লঙ্কান দলে অধিনায়কের দায়িত্ব পেলেন থিসারা।

উপুল থারাঙ্গার অধীনে চলতি বছরটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা। এর আগে চলতি বছরের জুলাইতে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথুস। ২০১৯ বিশ্বকাপের আগে নিজেদের আবার শক্তিশালী দল হিসেবে গড়ার লক্ষ্যেই থিসারা পেরেরাকে পছন্দ শ্রীলঙ্কা বোর্ড কর্মকর্তাদের।

২০০৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১২৫ ম্যাচে ১৭.৫৭ গড়ে করেছেন ১৪৪১ রান। আর বল হাতে ৩২.৬২ গড়ে উইকেট নিয়েছেন ১৩৩টি। ২০১৭ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলকে থিসারার আগে নেতৃত্ব দেন পৃথক ছয়জন খেলোয়াড়। এরা হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল এবং চামারা কাপুগেদারা।

এএ/কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh