• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইনজুরিতে মাঠের বাইরে মুশফিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৭, ১৮:৪৫

বিপিএলের টুর্নামেন্ট শেষের দিকে আসলেও পয়েন্ট তালিকায় রাজশাহী কিংসের অবস্থা মোটেও সুবিধার নয়। এমন পরিস্থিতিতে দুঃসংবাদ কিংস শিবিরে। উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম আঙুলের চোট নিয়ে মাঠ ছেড়েছেন।

বুধবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে কিপিং করতে গিয়েই চোট পান জাতীয় টেস্ট দলের অধিনায়ক।

চিটাগাংয়ের ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ সামির ওয়াইড বল বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে চেয়েছিলেন মুশফিক। গ্লাভস ছুঁয়ে বল চলে যায় সীমানার বাইরে। বল আঙুলে লাগায় ভালোই চোট পান তিনি।

প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ কিপিং করার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। পরীক্ষা নীরিক্ষার পর জানা যাবে তার চোট কতটা গুরুতর। যদিও মুশফিককে ছাড়াই স্বাগতিক চিটাগাংকে হারিয়ে শেষ চারের স্বপ্ন জিইয়ে রেখেছে কিংসরা।

মুশফিকের পাওয়া চোট নিয়ে রাজশাহীর মিডিয়া ম্যানেজার অম্লান হোসেন মোসতাকিম জানিয়েছেন, ‘এখন মুশফিককে এক্স-রে করাতে নিয়ে যাওয়া হয়েছে। এক্সরে রিপোর্ট পেলে জানা যাবে। হয়তো আজ রাতে কিংবা আগামীকাল জানা যাবে তার অবস্থা। এখানেই স্থানীয় ম্যাক্স হাসপাতালে তাকে নেওয়া হয়েছে।’

বিপিএল শেষে রয়েছে জাতীয় দলের সিরিজ। এমন সময়ে মুশির ইনজুরি যাতে গুরুতর না হয় সেই প্রার্থনাই করছে সবাই।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh