• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক

  ২২ নভেম্বর ২০১৭, ২১:০৩

প্রতি বছরের ন্যায় এবারও ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ইউরোপিয়ান প্রতিযোগিতা, ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক পারফরম্যান্স বিবেচনায় উয়েফায় সাংবাদিকরা ৫০ জনের সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করেন। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে বর্ষসেরা দল ঘোষণা করা হয়।

উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন গত মৌসুমে দারুণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতান রোনালদো। এ নিয়ে ১৪তম বার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। ইতিহাসের একমাত্র দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়ে জিনেদিন জিদানের দল। লা লিগায় ২৫ এবং চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে দলকে শিরোপা জেতাতে অসামান্য অবদান রাখেন সিআর সেভেন।

রোনালদো ছাড়াও বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিওনেল মেসি এবং নেইমারের মতো বড় তারকারাও।

রিয়াল মাদ্রিদ থেকে রোনালদো ছাড়া উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, কাসিমিরো, ইসকো, টনি ক্রুস, লুকা মডরিচ, দানি কারভাহাল, মার্সেলো, কেইলর নাভাস ও সার্জিও রামোস।