• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুসলিম অ্যাথলেটের আদলে হিজাবে বার্বি

স্পোর্টস ডেস্ক

  ১৬ নভেম্বর ২০১৭, ১৬:২২

রিও অলিম্পিকে প্রথম হিজাব পরিহিত আমেরিকান নারী হিসেবে মেডেল জিতেছিলেন ইবতিহাজ মুহাম্মদ। তার পর থেকেই বহু মেয়ের আদর্শ হয়ে ওঠেন তিনি। আর এবার তাকে অনুকরণ করেই বানানো হল নতুন এক বার্বি যে পরে রয়েছে হিজাব। তবে এই বার্বি হাতে পেতে গেলে অপেক্ষা করতে হবে ২০১৮ পর্যন্ত। এমনই জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেল।

আর এ পুতুলটির হাত ধরেই প্রথম হিজাব পড়া বার্বির আবির্ভাব হল। ২০১৬ সালে প্রথম আমেরিকান হিসেবে অলিম্পিক প্রতিযোগিতায় হিজাব পরে অংশ নেন ইবতিহাজ।

প্রথম মুসলিম নারী হিসেবে অলিম্পিকে পদক জয় করেন। রিও অলিম্পিকে ফেঞ্চিংয়ে (তলোয়ার খেলা) ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

এদিকে, পুতুলটি লঞ্চ হওয়াতে ইবতিহাজ মুহাম্মদ জানিয়েছেন, তার ছোটবেলার একটা অসম্পূর্ণ শখ পূর্ণতা পেলো।

তিনি আরও জানিয়েছেন, যে ছোট মেয়েরা হিজাব পড়ে তাদেরও চেনা আদলের পুতুল তারা পেয়েছে।

ইবিতহাজ তার ছোট্টবেলার ঘটনা জানাতে গিয়ে বলেন, ছোটবেলায় টিস্যু দিয়ে পুতুলের মাথায় তিনি হিজাব তৈরি করে পরিয়ে দিতেন। আর সেই পুতুল নিয়ে খেলতেন।

তিনি আরো বলেন, এবার থেকে ছোটদের আর সেই কাজ করতে হবে না। তারা হাতেই পেয়ে যাবে হিজাব পরা বার্বি।

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর জন্ম নেয়া ইতবতিহাজ নিউ জার্সিতে বড় হয়েছেন। তার আফ্রিকান-আমেরিকান মা-বাবাও আমেরিকাতে জন্মগ্রহণ করেন এবং পরে তারা ইসলামে ধর্মান্তরিত হন। তিনি ১৩ বছর বয়স থেকেই স্কুলে তলোয়ার খেলার কৌশল রপ্ত করেন।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh