• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বাংলাদেশ

মোস্তফা ইমরান রাজু মালয়েশিয়া থেকে

  ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৫৯

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের জয়রথ ছুটছেই। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় যুবারা। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। আর তৃতীয় ম্যাচে ভারতকে পাত্তাই দিল না লাল-সবুজের প্রতিনিধিরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটে ম্যাচটি জিতেছে সাইফ বাহিনী।

এ হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজেছে ভারতের। আর ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সকালে কুয়ালালামপুরে বৃষ্টি বাগড়া দেয়। এতে খেলা মাঠে গড়াতে বিলম্ব হয়। পরে ম্যাচের দৈর্ঘ্য কমে ৩২ ওভারে নেমে আসে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের দেয়া ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন পিনাক ঘোষ-নাঈম শেখ। উদ্বোধনী জুটিতেই তারা তুলে ফেলেন ৮২ রান। এতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। পরে মন্দ্বীপ সিং জোড়া আঘাত হানলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি যুবাদের।