• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পথশিশুদের সঙ্গেও খেললেন ক্রিকেটার আশরাফুল

এস এস জামিল

  ১২ নভেম্বর ২০১৭, ২০:৩৬

রাজধানী ঢাকার পথশিশুদের সঙ্গেও খেলাধুলা করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

একটু ভালো জীবনের খোঁজে রোজ যারা ময়লা কুড়োয়, বিভিন্ন স্থানে কাজ করে, বস্তিতে থাকে, তাদের নিয়ে প্রায় ২ বছরের বেশি সময় ধরে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন।

এই প্রতিষ্ঠানের উদ্যোগেই রাজধানীর বাংলামটরে বিয়াম স্কুলের পাশে পথশিশুদের সঙ্গে ক্রিকেট খেললেন মোহাম্মদ আশরাফুল।

শুক্রবার স্বপ্নালোড়ন প্রতিষ্ঠিত পথশিশুদের শিক্ষাকেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় এই ক্রিকেট তারকাকে।

তিনি পথশিশুদের সঙ্গে খেলতে গিয়ে অনুভব করেছেন পথশিশুদের অধিকার নিয়ে তারও আছে অনেক কিছু করার।

এ প্রসঙ্গে ক্রিকেটার আশরাফুল বলেন, আমি খুবই খুশি যে, পথশিশুদের এমন একটি শিক্ষাকেন্দ্রে যেতে পেরেছি। অনেক আগে থেকেই আমার শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা ছিল।

তিনি বলেন, হঠাৎ এমন সুযোগ আসায় আমি খুশি হয়ে এলাম। ভবিষ্যতেও আমার এসব কাজের সাথে যুক্ত থাকার ইচ্ছা রয়েছে। আশা করি সব কাজেই যেভাবে সম্ভব সাহায্য করব।

এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh