• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফুটবল খেলবেনই বোল্ট, যাচ্ছেন বরুসিয়া ডর্টমুন্ডে!

স্পোর্টস ডেস্ক

  ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৫

পরপর তিনটি অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী বিশ্বের একমাত্র অ্যাথলেট উসাইন বোল্ট। বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক অর্জন তার। সদ্যই অ্যাথলেটিক থেকে বিদায় নিয়েছেন। তবে এখান থেকেই শুরু হচ্ছে নতুন পথচলা। তার জন্য সুখবর নিয়ে এল জার্মান বুন্দেস লিগার ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হ্যান্স জোয়াকিম ওয়াটজে আশা প্রকাশ করেছেন, দলের প্র্যাকটিস সেশনেই বোল্টকে পাচ্ছেন তারা।

২০১৬ সালের নভেম্বরে বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল বোল্টকে দলে ভেড়ানোর কথা। সোমবার জার্মান ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম রিভিয়ার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি ফের তুলে ধরলেন ওয়াটজে।

তিনি বলেন, চলতি সপ্তাহেই এই বিষয়ে পুমার সিইও বিজোর্ন গুলডেনের সঙ্গে কথা বলব।