• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

অবশেষে মুখ খুললেন তামিম ইকবাল (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে নিজের শারীরিক কন্ডিশন শতভাগ ফিট না বলে টিম ম্যানেজমেন্টকে অবহিত করেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একই সঙ্গে সংবাদমাধ্যমে চাউর হয় বোর্ডকে তিনি বলেছেন যে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না।

তামিমের এই প্রস্তাব খুব একটা ভালোভাবে নেননি অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বসেছিলেন তিনি।

পরদিন দল ঘোষণার সময় তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপের স্কোয়াড দেয় টিম ম্যানেজমেন্ট।

কিন্তু তামিমের দাবি নিজেকে আনফিট দাবি করলেও পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না এমন কথা তিনি বলেননি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে বাঁহাতি এই ওপেনার জানান, দল ঘোষণার আগে পাওয়া ফিজিওর রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপে খেলতে তার কোনো বাধা ছিল না।

তামিম বলেন, ‘একটা জিনিস আপনাদের আমি পরিষ্কার করে দিতে আমি কখনো কাউকে আমি বলিনি পাঁচটা ম্যাচের বেশি খেলব না। এই কথাটা কোন সময় হয়নি। কাল নান্নু ভাইও এই কথা নিশ্চিত করেছে। আমি জানি না এটা কীভাবে মিডিয়াকে ফিড করা হয়েছে।’

গত সোমবার নির্বাচকদের কাছে তামিম তার শারীরিক অবস্থা জানান।

তামিম বলেন, ‘আমি নান্নু ভাইকে বলেছিলাম, দেখেন আমার শরীর এরকমই থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এই জিনিসগুলো মাথায় রেখে দল নির্বচন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথটা ফিজিওর রিপোর্টে কি ছিল। ফিজিওর রিপোর্ট একদম যেটা ছিল বলি। ফিজিওর রিপোর্টে বলা হয়েছে প্রথম ম্যাচের পর এমন ব্যথা হয়েছে, দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে। আজকের দিনের হিসেবে সে ২৬ তারিখের ম্যাচের জন্য এভেইলেবল।’

তিনি আরও বলেন, ‘কিন্তু মেডিকেল বিভাগ মনে করে যদি আমি বিশ্রাম নেই, ২৭ তারিখ আমাদের ভ্রমণ ছিল। ২৯ তারিখ আমাদের একটা অনুশীলন ম্যাচ। ২ তারিখে আরেকটা। আমি যদি দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলি প্রথম ম্যাচের আগে তাহলে আমার পর্যাপ্ত সময় পাব। তাহলে আমার দুই সপ্তাহর পুনর্বাসন হয়ে যাবে, সব মিলিয়ে দশ সপ্তাহর হয়ে যাবে। এটাই রিপোর্টে আছে।’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবর, নাসিম এবং শাহিনকে বাদ দিয়ে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা
সাকিবকে নিয়ে যা বললেন ধারাভাষ্যকার তামিম ইকবাল
প্রবাসীদের দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কারণ জানালেন বাশার
যে কারণে ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেললেন গেরসন