• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আড়াই বছর পর ফাইনালে শারাপোভা

স্পোর্টস ডেস্ক

  ১৪ অক্টোবর ২০১৭, ১৮:১৭

তিয়ানজিন ওপেনের ফাইনালে উঠেছেন রুশ টেনিস সেনসেশন মারিয়া শারাপোভা। নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার পর প্রথমবারের মতো কোনো আসরের ফাইনালে উঠলেন তিনি।

শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চীনা টেনিস তারকা পেঙ শুয়াই’র মুখোমুখি হন শারাপোভা। এতে তাকে ৬-৩, ৬-১ গেমে হারান স্বর্ণকেশী। জয় তুলে নিতে সাবেক নাম্বার ওয়ান তারকা সময় নেন ৭৮ মিনিট।

রোববার প্রতিযোগিতার ফাইনালে ১৯ বছর বয়সী ১০২ নম্বর র‌্যাংকিংধারী তারকা অ্যারিনা সাবালেঙ্কার বিপক্ষে লড়বেন শারাপোভা। প্রথম সেমিফাইনালে ইতালির সারা ইরানিকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন অ্যারিনা।

৮৬ নম্বর র‌্যাংকিংধারী শারাপোভা কোর্টে ফেরার পর থেকেই ভালো খেলে আসছিলেন। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেননি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর তার সেরা সাফল্য গেল সেপ্টেম্বরে ইউএস ওপেনের শেষ ১৬তে পৌঁছানো।

পাঁচবারের গ্র্যান্ডস্ল্যামজয়ী শারাপোভা সবশেষ শিরোপা জেতেন ২০১৫ সালের মে মাসে। ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের প্রায় ২৯ মাস পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি।

২০১৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ডোপ টেস্টে শারাপোভার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। এতে তার ওপর ১৫ মাসের নিষেধাজ্ঞা জারি হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে গেল এপ্রিলে টেনিস কোর্টে ফেরেন এ গ্লামার কুইন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh