• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরাফাত সানির বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ২১:৪৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানির বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করলে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।

বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ অভিযোগ গঠন করেন।

আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামিম জানান, আসছে ২১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

সানির আইনজীবী জুয়েল আহম্মেদ জানান, বাঁহাতি স্পিনার নির্দোষ দাবি করে আদালতের কাছে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন।

গেলো ৬ এপ্রিল ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এস এম মাসুদুজ্জামানের আদালতে সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া খান।

নাসরীন সুলতানা নামের এক নারীর করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সানি জামিনে রয়েছেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তিনি জামিনে মুক্ত আছেন। এ মামলায় তাকে নির্দোষ বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

গেলো ২২ জানুয়ারি সকালে রাজধানীর আমিনবাজার থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় তাকে একদিন রিমান্ডেও নেয়া হয়। পরে কয়েকদিন কারাগারে আটকও ছিলেন জাতীয় দলের এ ক্রিকেটার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি কমার্শিয়াল শিল্পী, পয়সার বিনিময়ে এসব কাজ করি : ওমর সানি
যার হাত ধরে নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন
কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা
মা হচ্ছেন গায়িকা লিজা
X
Fresh