নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিসিবির
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল এখন বিশ্বমানের। তবে বাংলাদেশ দলের পুরুষ ক্রিকেটাররা যে পারিশ্রমিক পান, সে তুলনায় নারী ক্রিকেটারদের বেতন অনেক কম। যা নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশ্যে এসেছিল। এবার সে বৈষম্যের ফারাক কিছুটা হলেও ঘোচানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১২ জুন) ছিল বিসিবির অষ্টম বোর্ড মিটিং। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যলয়ে গুরুত্বপূর্ণ এই বোর্ড মিটিং চলে সন্ধ্যা পর্যন্ত। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন নারী ক্রিকেট দলের মোট ২৬ জন ক্রিকেটার। নতুন বেতন কাঠামোয় আগে যেসব নারী ক্রিকেটার ৮০ হাজার টাকা পেতেন, এখন বেতন বাড়ানোয় সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন তারা। এছাড়া যাদের বেতন ৩৫ হাজার টাকা ছিল, তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।
এদিকে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। মূলত জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় ‘এ’ দল। এবার তাদের ফ্যাসিলিটি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে বিসিবি।
মন্তব্য করুন