• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গুতে আক্রান্ত, বিশ্রাম নিচ্ছি: আশরাফুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৯

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। এবারের লিগে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে জানান দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি। তবে দুর্ভাগ্য বাংলাদেশ সাবেক অধিনায়কের। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় জাতীয় লিগ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ‘লিটল মাস্টার’ খ্যাত ব্যাটসম্যান। এখন ঢাকায় নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন।

সোমবার সন্ধ্যায় আরটিভি অনলাইনকে আশরাফুল নিজে বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় লিগের চলতি মৌসুমে প্রথম সেঞ্চুরি আসে অ্যাশের ব্যাট থেকে। গেলো ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। চার বছর পর এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি। অনিন্দ্যসুন্দর একটি দিন কাটানোর পর রাতে হঠাৎ জ্বর অনুভব করেন। পরের দিন ফিল্ডিংয়েও নামতে পারেননি। এক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর জ্বর ধরা পড়ে।

আশরাফুল বলেন, জ্বর অনুভব করায় চট্টগ্রামেই ডাক্তার দেখাই। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। তাদের পরামর্শ মেনে সকালে ঢাকায় ফিরেছি।

তিনি বলেন, ঢাকায় ফিরে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীকে রিপোর্টগুলো দেখিয়েছি। পরে ধানমন্ডি আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে চিকিৎসক রুবায়েত শেখকে দেখিয়েছি। তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন। এখন বাসায় বিশ্রাম নিচ্ছি।

কয়েকদিন এ জ্বর থাকলে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা মিস করতে পারেন আশরাফুল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বছর ধরে আশরাফুলের দোকানে খেতে আসে ঝাঁকে ঝাঁকে কবুতর
আশরাফুলের সমালোচনার জবাব দিলেন মাশরাফী
X
Fresh