• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য দোয়া করুন: হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২০

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমসহ সারাবিশ্বের নিপীড়িত মানুষের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাশিম হামলা।

শুক্রবার পাকিস্তানে অবস্থানরত আমলা জুমার নামাজের আগে নিজের টুইটারে করা একটি পোস্টে এ আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘দয়াবানরা শ্রেষ্ঠ মানুষ’-অজানা এক মনীষী। আসুন আমরা অন্যের প্রতি দয়াবান হই। রোহিঙ্গাসহ দুনিয়ার সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করুন।

পাকিস্তানে ক্রিকেট ফেরাতে আইসিসির উদ্যোগে স্বাগতিক ও বিশ্ব একাদশের মাঝে আয়োজিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে অবস্থান করছেন আমলা। বিশ্ব একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবালও।

গত ২৪ অগাস্ট রাতে বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত হওয়ার পর থেকে রোহিঙ্গা গ্রামগুলোতে সেনা অভিযান শুরু হয়।

এরপর থেকে দেশটির সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গারা আসতে থাকে বাংলাদেশে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার(আইওএম) অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহম্মাদ আবিদিকার মাহমুদ জানান, প্রতিদিন গড়ে প্রায় ৮/১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। এটি চলতে থাকলে বছর শেষে এ সংখ্যা ১০ লাখ ছাড়াতে পারে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
X
Fresh