• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএস ওপেনের নতুন রানী স্টিফেনস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৭

ম্যাডিসন কিসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন টেনিসের শিরোপা জিতলেন স্লোয়ান স্টিফেনস। একই সঙ্গে এটা তার প্রথম গ্র্যান্ড-স্ল্যাম টাইটেলস।

শনিবার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে দুই মার্কিনীর এ লড়াই স্থায়ী হয় মাত্র এক ঘণ্টা। ৬-৩ গেমে প্রথম সেট জেতেন স্টিফেনস।

দ্বিতীয় সেটে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করলেও ব্যর্থ হন ১৫ নম্বরে থাকা কিস। ঠাণ্ডা মাথায় সেটটি ৬-০ গেমে নিজের করে প্রথমবারের মতো শিরোপায় চুম্বন আঁকেন আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত স্লোয়ান স্টিফেনস।

ফ্লাশিং মেডোসে ২০০২ এর পর এই প্রথম দুই মার্কিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হল। এর আগে সেরেনা ও ভেনাস উইলিমসের মধ্যে এই লড়াই দেখা গিয়েছিল।