• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৭, ১৯:৪৩

আসছে বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে এর পর্দা উঠবে। আর ৩ ফেব্রুয়ারি তাওরাঙ্গার বে-ওভালে ফাইনাল দিয়ে পর্দা নামবে।

৪টি গ্রুপে ভাগ হয়ে মাঠে লড়বে ১৬টি দল। ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ গ্রুপে ইংল্যান্ড, কানাডা ও নামিবিয়ার বিপক্ষে লড়বে টাইগার অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী দিনেই বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে বাংলাদেশের যুবারা।

গেলো বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলে মিরাজরা। তবে তাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায় তাদের। এবার সাইফ-হালিমরা কেমন করে তা-ই দেখার বিষয়।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডের সঙ্গে পড়েছে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া। ‘বি’ গ্রুপে দু’পরাক্রমশালী ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি। ‘ডি’ গ্রুপের ৪ দল হলো পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল (৮টি) খেলবে সুপার লিগে। নকআউট পর্বের এ লড়াইয়ে জয়ী ৪টি দল লড়বে সেমিফাইনালে। ৩ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে নতুন যুব চ্যাম্পিয়ন পাবে বিশ্ব।

গ্রুপপর্বে বিদায় নেওয়া বাকি ৮টি দল নিয়ে হবে প্লেট চ্যাম্পিয়নশিপ।

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

তারিখ

দেশ

প্রতিপক্ষ

মাঠ

১৩ জানুয়ারি

বাংলাদেশ

নামিবিয়া

ক্রাইস্টর্চাচ

১৫ জানুয়ারি

বাংলাদেশ

কানাডা

ক্রাইস্টর্চাচ

১৮ জানুয়ারি

বাংলাদেশ

ইংল্যান্ড

কুইনস্টাউন

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh