• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

নতুন বছরের শুভেচ্ছা জানালেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি

  ০১ জানুয়ারি ২০২৩, ১৭:৪৫
নতুন বছরের শুভেচ্ছা জানালেন টাইগাররা
ছবি- সংগৃহীত

ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেল আরেকটি বছর। ২০২২ সালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন বছর ২০২৩। নতুন বছরের প্রথম দিন উপলক্ষে উৎসবে মেতেছে গোটা বিশ্ব। যার রেশ এসে পড়েছে বাংলাদেশের মানুষের মনেও। নতুন বছরে সকলের মতো ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা সব ক্রিকেটাররা।

রোববার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম থেকে শুরু করে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ কিংবা এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরা।

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘নতুন বছর আমাদের সবার জন্য বয়ে আনুক ভালোবাসা, হাসি, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য!’

ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০২৩।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘নতুন বছর আপনার এবং আপনার প্রিয়জনের জন্য অনেক আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। সর্বশক্তিমান আল্লাহর কাছে নতুন একটি বছরের জন্য আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।’

লিটন দাস লিখেছেন, ‘নতুন বছর আপনার জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জন্য আনন্দময় ২০২৩ কামনা করছি!’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অন্যান্য বছরগুলোর মতো এই বছরটাও বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। সবসময় চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। ধন্যবাদ আমার সকল টিমমেট, কোচিং স্টাফসহ সংশ্লিষ্টদের। দেশের সব ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ, প্রতি মুহূর্তে পাশে থাকার জন্য। বরাবরের মতোই আমার বড় শক্তির জায়গা আপনারা। দিনশেষে ২২ গজে দেশকে প্রতিনিধিত্ব করে কিছু অর্জনের অংশ হতে পারা সবসময় গৌরবের। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। লক্ষ্য থাকবে নতুন বছরেও দেশকে আরও ভালো কিছু উপহার দেওয়া।’

এনামুল হক বিজয় লিখেছেন, ‘আমি সকলের সাফল্য কামনা করি, জন্য সুস্থ জীবন এবং নতুন বছরের জন্য শুভকামনা জানাই। আমার জন্য এই বছরটি সুন্দর ছিল এবং স্মৃতিতে পূর্ণ ছিল। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে সব সুখ দিয়ে পরিপূর্ণ করুন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘এ বছরটি একটি স্মরণীয় যাত্রা ছিল এবং এটিকে এক নতুন উচ্চতায় সমাপ্ত করা আনন্দদায়ক ছিল। আমরা নিশ্চিত যে ২০২৩ টাইগারদেরই বছর হবে!’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুলের শুভেচ্ছা
ঐতিহাসিক সিরিজ জয়ের ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে টাইগাররা
ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু টাইগারদের
কেন হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা, জানাল পাট মন্ত্রণালয়