• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্ব কাঁপানো বাঁহাতিরা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৭, ১১:৩৬

বাঁহাতিরা তুলনামূলকভাবে বেশিই শৈল্পিক। আবার অনেক তারকা খেলোয়াড়ও আছেন যারা সবাই বাঁহাতি। বাঁহাতিদের নিয়ে এসব কথা বলেছিলেন মনোরোগ চিকিৎসক ডা. রাজীব মেহতা।

আজ ১৩ আগস্ট লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস।

হলিউড-বলিউড মাতানো কয়েকজন তারকাদের নিয়েও আলোচনা হচ্ছে। তাদের একই কাতারে দাঁড় করাচ্ছেন কেউ কেউ। কারণ অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ, অমিতাভ বচ্চন বা হালের সানি লিওন তারা সবাই বাঁহাতি। হলিউড, বলিউড কিংবা ক্রীড়াঙ্গন সবখানেই বাঁহাতি তারকাদের জয়জয়কার। হলিউড ও বলিউডের বাঁহাতি তারকাদের মধ্যে রয়েছেন কিয়ানু রিভস, ব্রুস উইলিস, ওয়েন উইলসন, হিউ জ্যাকম্যান, পিয়ার্স ব্রসন্যান, অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সানি লিওন। বাংলাদেশে নব্বইয়ের দশকের দাপুটে নায়ক ওমর সানিও একজন বাঁহাতি।

এদিকে পৃথিবীতে শতকরা ৮০-৯০ ভাগ মানুষ ডানহাতি। আর বাকিরা বাঁহাতি। সেরা বিশ্ব ব্যক্তিত্বদের মধ্যে যারা বাঁহাতি ছিলেন তারা হলেন চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি, কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সম্রাট আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজার, রাণী ভিক্টোরিয়া, মহাত্মা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, বিল গেটস।

ক্রীড়াবিদ ম্যারাডোনা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, সাকিব আল হাসানের মতো তারকারাও রয়েছেন এ তালিকায়।

কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে ১৩ আগস্টকে লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস হিসেবে উদযাপন করা হয়।

এইচএম/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh