• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলকাতায় সেরা বাঙালি জয়া-মাশরাফি

অনলাইন ডেস্ক
  ৩০ জুলাই ২০১৭, ১৫:০১

কলকাতায় সেরা বাঙালি পুরস্কার পেলেন অভিনেত্রী জয়া আহসান ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। শনিবার এবিপি আনন্দের পক্ষ থেকে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

কলকাতার দ্য গ্র্যান্ড ওয়েবয় হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে মাশরাফির হাতে সেরা বাঙালির পুরস্কার তুলে দেন ভারতের নারী ক্রিকেট দলের নিয়মিত সদস্য পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।

অভিনয় ও ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আনন্দবাজার গ্রুপের এই পুরস্কারে ভূষিত হলেন জয়া ও মাশরাফি।

বাংলাদেশের এ দুই তারকার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরি আরো যারা এ বছর সেরা বাঙালি পুরস্কার পেয়েছন তাদের মধ্যে রয়েছেন-- সঙ্গীতে কৌশিকি চক্রবর্তী, নাটকে বিভাস চক্রবর্তী, সাহিত্যে জয় গোস্বামী, বিনোদনে জাদুকর পি সি সরকার (জুনিয়র), বাণিজ্যে কে ডি পাল।

আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান অরূপ রাহা। আর সেরাদের সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা, সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তার হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ।

জয়া আহসান বর্তমানে দুই বাংলার সিনেমায় সমানতালে কাজ করছেন। কদিন আগেই ২০১৫ সালের সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেন জয়া। এদিকে মাশরাফি বিন মুর্তজা বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh