• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইউএস ওপেনে থাকছেন না জকোভিচ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৭, ১৮:৪৯

টেনিস বিশ্বকাপ খ্যাত উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে নিজেকে প্রত্যাহার করে নেন নোভাক জকোভিচ। এর সুবিধা নিয়ে টেনিসের সবচে’ মর্যাদাকর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ।

এরপর তথাকথিত ‘ছুটি’তে রয়েছেন জকোভিচ। ধারণা করা হচ্ছিল, পরবর্তী টুর্নামেন্ট আসতে আসতে চোট কাটিয়ে উঠবেন তিনি। তবে এখনো সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সাবেক নাম্বার ওয়ান।

সার্বিয়ান গণমাধ্যমের খবর, জকোভিচের ডান হাতের কনুই এর ইনজুরি এখনো সারেনি। তা থেকে সেরে উঠতে তার সময় লাগবে আরো ১২ সপ্তাহ।

জকোভিচের চিকিৎসক জেডেনকো মিলিনকোভিচের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, অতিরিক্ত খেলার কারণে এ টেনিস সেনসেশনের কনুই এর হাড় থেঁতলে গেছে। সেরে উঠতে বেশ সময় লাগবে। এ কারণে ইউএস ওপেনে তাকে দেখা নাও যেতে পারে। এমনকি ২০১৭ সালের বাকি সময়েও কোর্টে নাও নামতে পারেন তিনি।