• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গ্যালাক্সিকে হারিয়ে প্রাক মৌসুম শুরু ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুলাই ২০১৭, ১৫:০৪

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আমেরিকান দল এলএ গ্যালাক্সিকে ৫-২ ব্যবধানে হারিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

গেলো মৌসুমে চমৎকার পারফর্ম করা জলাতান ইব্রাহিমোভিচ ইনজুরিতে থাকায় বাড়তি চাপে থাকে। জোড়া গোলে মারকস র‌্যাশফোর্ড জাত চেনালেন নিজের।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানইউ। ৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে লিড নেয় তারা।

২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। এরপর ২৬ মিনিটে ফেলাইনি ও ৬৭ মিনিটে হ্যানরিক ম্যাকথেরিয়ান গোল করলে জয় নিশ্চিত করে মোরিনহোর দল।

শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে জিওভানি সান্তোস জোড়া গোল করলেও হার এড়াতে পারেনি গ্যালাক্সি। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধান করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

মৌসুম শুরু হওয়ার আগেই বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুকে দলে ভিড়ায় রেড ডেভিলরা। বিরতির পরপরই র‌্যাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন এভারটন থেকে আসা লুকাকু। মাঠে নেমেই গোলের সুযোগ পান তিনি। পল পগবার পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হন এ তারকা।

ম্যাচের শেষ ভাগে ৭৯ ও ৮৯ মিনিটে গোল দুটি করেছেন গিওভানি ডস সান্টোস ও ডেভ রোমনে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh