• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

৪০০ মিটার স্প্রিন্টের সেমিতে বাংলাদেশের জহির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৭, ১২:৪৬

ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্প্রিন্টার মোহাম্মদ জহির রায়হান।

বুধবার কেনিয়ার রাজধানী নাইরোবির কাসারানিতে অনুষ্ঠিত এ ইভেন্টের এক নম্বর হিটে ব্যক্তিগত সেরা ৪৮ সেকেন্ড সময় নেন জহির।

নিজের হিটে তৃতীয় হওয়া এ বাংলাদেশি সেমিতে ওঠা ২৬ প্রতিযোগীর মধ্যে ১৪তম হন। ৪৬ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার অ্যান্থোনি কক্স হিট সেরা হয়ে সেমিতে উঠেছেন।

১৯৯৮ সালে ওয়ার্ল্ড ইয়ুথ গেমসের ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফির সেমিতে ওঠার পর প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো প্রতিযোগিতায় এমন কৃতিত্ব দেখান জহির।

গেলো মাসে ব্যাংককে ২২তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ৪৯ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে নাইরোবির টুর্নামেন্টে কোয়ালিফাই করেন বাংলাদেশের এ স্প্রিন্টার। তখন সেটি ছিল তার ব্যক্তিগত সেরা।

সেমিতে ওঠার প্রতিক্রিয়ায় জহির জানিয়েছেন, তিনি প্রত্যাশার চেয়ে বেশি ভালো করেছেন। সেমিতে যেন আরো ভালো করতে পারেন সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে জহির ২০০ ও ৪০০ মিটারে সেরা হয়েছিলেন। ১০০ মিটারে হয়েছিলেন দ্বিতীয়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh