• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উইন্ডিজকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২২, ০১:৫৪

তৃতীয় দিনের বৃষ্টি চতুর্থ দিনেও এসে হানা দিয়েছিল। যার কারণে খেলা শুরু হতে সময় লেগে যায় স্থানীয় সময় বেলা ৩টা পর্যন্ত। ইনিংসে হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত ধুর করে সেই শঙ্কা। তবে সোহানের একার লড়াইয়ে ক্যারিবীয়দের লিড দিলো ১২ রান।

তৃতীয় দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ক্যারিবীয়দের দেয়া ১৭৪ রান থেকে ৪২ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনের খেলা শুরুর পর ব্যাট করতে নামেন আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ (০)।

চতুর্থ দিনে খেলা শুরুর পর মাত্র ৪ রান করে আলজারি জোসেফের বলে মিরাজ (৪) ক্যাচ দেন জশুয়া দ্য সিলভার হাতে।

মিরাজের বিদায়ের পর এবাদত হোসেনকে ০ রানে ফেরান জ্যেডেন সিলস। এরপর শরিফুল ইসলামকেও ০ রানে ফেরান সিলস।

একের পর এক উইকেট পড়লেও দলের ভরসা হয়ে ওঠা নুরুল হাসান সোহান একপাশ আগলে রেখে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। নিজের অর্ধশতকের সঙ্গে দলকেও বাঁচান ইনিংস পরাজয়ের হাত থেকে।

তবে দলীয় ১৮৬ রানের মাথায় দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান খালেদ আহমেদ। তাতে ক্যারিবীয়দের লক্ষ্য দেয়া গেল মাত্র ১২ রান। সোহান খেলেছেন ৫০ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৬০* রানের ইনিংস।

উইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট কেমার রোচ, আলজারি জোসেফ ও জ্যাডেন সিলস।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh