• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টি শেষে শুরু হলো চতুর্থ দিনের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২২, ০১:০০

চতুর্থ দিনের প্রথম সেশনে গেল বৃষ্টির পেটে। মধ্যাহ্ন বিরতির পরেও খেলা শুরু হতে লেগে গেল লম্বা সময়। অনেকটা চুল শুকানোর মেশিন দিয়েও শুকাতে দেখা গেছে উইকেট। মাঠ কর্মীদের নিরলস চেষ্টায় অবশেষে খেলা শুরু হলো স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা)।

খেলা শুরু হলেও শঙ্কা বাংলাদেশের ইনিংস পরাজয়ের। ক্যারিবীয়দের ১৭৪ রানের লিড টপকাতে গিয়ে ১৩২ রান তুলতেই সাজঘরে ফিরেছেন ৬ ব্যাটার। আজকের দিনে খেলা হবে ৩২ ওভার।

তাই বলাই যায় বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েই এসেছিল। তৃতীয় দিনের শেষ সেশনে বৃষ্টি বাধায় বন্ধ হয়েছিল খেলা। দুই অপরাজিত ব্যাটার নুরুল হাসান সোহান ১৬ রানে অপরাজিত রয়েছেন। মেহেদী হাসান মিরাজ অবশ্য রানের খাতা খোলার আগেই নামে বৃষ্টি।

আজ চতুর্থ দিনে উইন্ডিজকে টপকাতে হলে বাংলাদেশের লাগে আরও ৪২ রান। এর মধ্যে অল-আউট হয়ে গেলে পেতে হবে ইনিংসে হারের লজ্জা। শেষ পর্যন্ত সোহান-মিরাজের জুটি এই লজ্জার পরিস্থিতি সামলাতে পারেন কী না সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh