• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এত অস্থির হলে হবে না : টেস্ট ইস্যুতে বিসিবি বস

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৪:২৫
এত অস্থির হলে হবে না; টেস্ট ইস্যুতে বিসিবি বস
ছবি- সংগৃহীত

ওয়ানডেতে সমীহ জাগানিয়া দল হলেও টেস্টে খুবই বাজে অবস্থায় আছে বাংলাদেশ। ১৩৪ টেস্টে জয় মাত্র ১৬। চলতি বছরের শুরুতে একটি জয় পেলেও এরপর টানা হারে জর্জরিত বাংলাদেশ। এর মাঝে চট্টগ্রামে একটি ম্যাচ ড্র করলেও এরপর আবার হারের বৃত্তে ঢুকে যায় বাংলাদেশ।

সেইন্ট লুসিয়ায় এই মুহূর্তে চলতি বছরে নিজেদের নবম টেস্ট খেলছে বাংলাদেশ। সেই ম্যাচ চলাকালে টেস্ট স্ট্যাটাস অর্জনের ২২ বছর পূর্ণ করেছে টাইগাররা। তবে হতাশার বিষয় টেস্ট স্ট্যাটাস অর্জনের এই আনন্দ জয়ে রাঙানোর অবস্থায় নেই বাংলাদেশ। বরং আরেকটি হারের অপেক্ষায় আছে সাকিব আল হাসানের দল।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে গণমাধ্যমের সামনে দলের টেস্টে খারাপ অবস্থা নিয়ে কথা বলতে হয়। সেখানে বিসিবি বস গণমাধ্যমের উদ্দেশে বলেন, এত অস্থির হলে হবে না। দল নিয়ে হতাশও হতে নিষেধ করেন তিনি।

বিসিবি সভাপতির মতে, অন্যান্য দেশেরও টেস্টের ইতিহাস খুব একটা সুখকর নয়। সেটা মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘টেস্টে সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। আমার যতদূর মনে পড়ে প্রথম ম্যাচ জিততে ভারতের লেগেছিল ২৬ (আসলে ২০) বছর। এত অস্থির হইলে হবে না। টেস্টে নিউজিল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ৮ টেস্টে মাত্র ২ ম্যাচ জিতছে। তার মানে কী তারা খারাপ দল হয়ে গেছে। এত হতাশ হলে চলবে না।

অনেক দেশ যারা এখন অনেক অনেক ভালো করছে টেস্টে। তাদের ইতিহাসও যদি দেখেন, ২০-২২ বছরে তাদেরও টেস্টে পারফরম্যান্স ভালো ছিল না।’

২২ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ ভালো অবস্থানে আছে জানিয়ে নাজমুল হাসান আরও যোগ করেন, ‘আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তাই বলে যে সবগুলোতে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে। এটা একটা উন্নতি। বিদেশেও যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি। তাই বলে যে আমরা এখনই ভালো দল হয়ে গেছি, প্রশ্নই ওঠে না। আমাদের এখনও অনেক পথ বাকি আছে।’

উইন্ডিজের মাটিতে দুই টেস্ট হারলেও দলের উন্নতিই দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টিম হেরে যায় তাহলে আমাদের খুব খারাপ অবস্থা সেটা কিন্তু আমি একমত না। সারাজীবন তো হেরেই এসেছি। বরং আমি বলবো, প্রথম টেস্টটাতে যদি দেখি আমি, সর্বশেষ আমরা গিয়েছি ২০১৮’তে বোধ হয়। তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। আমার কাছে অবশ্যই এটা উন্নতি।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
X
Fresh