• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইনশাআল্লাহ, ভালো সময় আসবে : খালেদ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১২:০১
ইনশাআল্লাহ, ভালো সময় আসবে: খালেদ
ছবি- ক্রিকইনফো

সেইন্ট লুসিয়ায় চলমান টেস্টসহ চলতি বছর সাদা পোশাকে বাংলাদেশের ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে আটে। এর মধ্যে বছরের প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুইয়ে এবং ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে চার শতাধিক বেশি রান দেখেছে। এ ছাড়াও চলতি বছর আর একবার ইনিংসে ৩০০ রানের কোটা পার করেছিল বাংলাদেশ তবে সেই ইনিংসে ৬ বাংলাদেশি শূন্য রানে আউট হয়ে ফিরেছিল।

নতুবা চলতি বছর দুইবার একশ’র নিচে, তিনবার দুইশ’র নিচে এবং পাঁচবার দুইশ’র ঘরে অল-আউট হয়েছে বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে ম্যাচ জেতার জন্য এমন পারফরম্যান্স হতাশার। তবে ক্রিকেটাররা চেষ্টা করছে এমনটাই জানিয়েছে, টাইগার পেসার খালেদ আহমেদ।

সেই চেষ্টার প্রতিফলন নেই চলতি টেস্টেও। সেইন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ফলে ইনিংস হারের শঙ্কায় আছে বাংলাদেশ। তবে দিনের খেলা শেষে খালেদ গণমাধ্যমে জানিয়েছে, খারাপ একটা সময় পার করছে বাংলাদেশের টেস্ট টিম। এই পেসার আরও জানিয়েছে, টেস্টে বাংলাদেশের ভালো সময় আসবে দ্রুতই।

সেইন্ট লুসিয়ায় বল হাতে পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের নায়ক খালেদ তৃতীয় দিন শেষে বলেন, ‘দেখেন, সব প্লেয়ারের ইচ্ছা থাকে তার মাইলস্টোনটা যেন ইমপ্যাক্টফুল হয়, দলের লাভ হয়। টেস্ট ক্রিকেটে আমরা এখন হয়ত ভালো সময় পার করছি না, সামনে আমাদের অনেক সময় আসবে যে দেখবেন সবকিছু অনেক ভালোভাবে যাইতেছে।

আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছে সবাই। সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করতেছে, নিজেকে কিভাবে আরও ভালোভাবে মেলে ধরা যায়।

সব ডিপার্টমেন্টে আমাদের উন্নতি করার জায়গা আছে। বোলিং বলেন, ফিল্ডিং বা ব্যাটিং বলেন। আমাদের ম্যানেজমেন্টের সবাই আমাদের পেছনে কষ্ট করতেছে, কাজ করতেছে। সবাই চেষ্টাও করতেছে ভালো কিছু করার। ইনশাল্লাহ, ভালো সময় আসবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থালাপতি বিজয়ের ‘হুইসেল পোডু’ গানে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের পুরষ্কার তুলে দিলেন টেক ব্লগার হিমেল
X
Fresh