• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টি আর লাঞ্চের পর মায়ার্সকে ফেরালেন খালেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২২, ২৩:০৭

সেইন্ট লুসিয়ায় তৃতীয় দিনের খেলা শুরুর আগেও বৃষ্টি হয়েছে। যদিও সময় মতো খেলা হয়। তবে প্রথম সেশনে কয়েক ওভার খেলা হওয়ার পর নামে ভারী বর্ষণ। তাতে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এর মাঝে হয়ে যায় মধ্যাহ্ন বিরতির সময়।

বৃষ্টি শুরুর আগে দিনের দ্বিতীয় ওভারেই মেহেদী হাসান মিরাজ ফেরান দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা ব্যাটার জশুয়া দ্য সিলভাকে। ২৯ রান করে এলবিডব্লু হন মিরাজের বলে। এরপর আলজারি জোসেফকে ৬ রানে ফেরান খালেদ আহমেদ।

সকালের সেশনে দুই ব্যাটারকে ফেরানো গেলেও কাইল মায়ার্স কোনো সুযোগই দিচ্ছিলেন না টাইগার বোলারদের। তবে মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সও হারান ধৈর্য। ২০৮ বলে ১৮টি চার আর দুই ছক্কায় ১৪৬ রান করে খালেদ আহমেদের বলে ক্যাচ দেন শরিফুলের হাতে।

দ্বিতীয় দিনে দ্রুত চার উইকেট হারিয়ে ফেলার পর ব্যাট করতে নামা মায়ার্স দারুণ পরীক্ষা দিয়েছেন ধৈর্যের, সঙ্গে পান ক্যারিয়ারের দ্বিতীয় শতক। অবশ্য দুটিই বাংলাদেশের বিপক্ষে। যার একটি নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৮ উইকেটে ৩৮৫ রান, লিড নিয়েছে ১৫১ রানের। ব্যাট করছেন ১০ রানে কেমার রোচ ও অ্যান্ডারসন ফিলিপ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh