• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে : তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২২, ১৫:৩৪
আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে: তামিম
ছবি- সংগৃহীত

সেইন্ট লুসিয়া টেস্টের প্রথম দিন শেষে পিছিয়ে আছে বাংলাদেশ। ২৩৪ রানে অল-আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশের বোলাররা বল হাতে রান বিলিয়েছেন অকাতরে। মাত্র ১৬ ওভারে ৪-এর বেশি রান রেটে ৬৭ রান তুলে ফেলেছে দুই উইন্ডিজ ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল।

দ্বিতীয় দিনে টাইগার বোলারদের লক্ষ্য থাকবে রান যত কম দিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়া যায় সেদিকে। তবে তার জন্য বোলারদের ধৈর্য ধরতে হবে বলে মনে করেন তামিম। সেইন্ট লুসিয়া টেস্টের প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তামিম।

টাইগার এই ওপেনার গণমাধ্যমে বলেন, ‘কালকের সকালের সেশন বেশি গুরুত্বপূর্ণ হবে এই কারণে যে খুব বেশি সুইং এখানে নেই। গত টেস্টে যেরকম ছিল, এখানে নেই। উইকেট তাই খুব গুরুত্বপূর্ণ হবে। আমার কাছে মনে হয় যে, আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে। রান যত কম দিয়ে, রান আটকে যত দ্রুত উইকেট নেওয়া যায়।’

সেইন্ট লুসিয়া থেকেও অ্যান্টিগায় প্রথম টেস্টে উইকেট বোলারদের জন্য বেশি সহায়ক ছিল জানিয়ে তামিম আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অ্যান্টিগা আরও বেশি সহায়ক ছিল, কোনো দ্বিধা নেই। সুইং ছিল, কিছু বল সিম করছিল। উইকেটে ফাটল আছে, আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু সুইং ওরাও পায়নি, আমরাও তেমন পাইনি।’

প্রথম দিন উইকেটে কিছু ফাটল ছিল। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে তামিম আশা করছেন, রোদের ছোঁয়ায় যেন সেই ফাটলগুলো আরও বেড়ে যায়। তাহলে যদি টাইগার বোলাররা কিছু বাড়তি সুবিধা পায়।

তামিমের ভাষ্যে, ‘দেখতে হবে কাল উইকেট কেমন আচরণ করে। রোদে ক্র্যাকগুলো যদি আরও বড় হয়ে যায়, যদি ভালো-প্রত্যাশিত আচরণ না করে, তাহলে আমাদের জন্য ভালো। তবে এটা এমন কোনো উইকেট নয় যেখানে আপনি এসে যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে ধৈর্য নিয়ে খেলতে হবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
X
Fresh