• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রুবেলের কুলখানিতে বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৯:৩৪
রুবেলের কুলখানিতে বিসিবি সভাপতি
ছবি- সংগৃহীত

ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গত ১৯ এপ্রিল পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। প্রয়াত এই জাতীয় দলের ক্রিকেটারের বিদায়ের এক মাস পর রুবেলের কুলখানির আয়োজন করেছে তার পরিবার।

আজ (২৭ মে) শুক্রবার জুমার নামাজের পর বারিধারার একটি কনভেশন হলে রুবেলের আত্মার মাগফিরাত কামনা করতে এই আয়োজন করা হয়। যেখানে অন্য সবার মতো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এই সময় নাজমুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন, পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

স্বামীকে হারানো ফারহানা আহমেদ চৈতি এদিন দেশবাসীর কাছে রুবেলের জন্য দোয়া চেয়েছেন।

গণমাধ্যমে ফারহানা চৈতি বলেন, ‘রুবেল চলে গেল মাত্র, যে আমরা ভেবেই উঠতে পারছি না, রুবেল চলে গেছে এটাই আসলে বুঝতে পারছি না। রুবেলের জন্য সবাই দোয়া করবেন। রুবেল তো দেশের জন্য খেলেছে, দেশের মানুষের জন্য। দেশবাসীর সবার কাছে আকুতি, রুবেল যেন ভালো থাকে। আমাদের ছেলেটাকে যেন বড় করতে পারি।’

২০১৯ সালে প্রথমবারের মতো ব্রেন টিউমার ও ক্যানসারে আক্রান্ত হোন ৫ ওয়ানডে খেলা রুবেল। এরপর তিন বছর ধরে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে গেছেন তিনি। তবে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন মরণঘাতী ক্যানসার ও ব্রেন টিউমারের কাছে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh