• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চাচা আমাদের পাশে আছেন, এটা নিশ্চিত করতে চাই: ডোনাল্ড

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ২০:৫২
চাচা আমাদের পাশে আছেন, এটা নিশ্চিত করতে চাই: ডোনাল্ড
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সব বড় বড় সাফল্যের পেছনে উচ্চারিত হয় খালেদ মাহমুদ সুজনের নাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় থেকে শুরু করে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে তাদের টেস্ট হারানো সবকিছুতে আড়ালের নায়ক হিসেবে জাতীয় দলের বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদের নাম চলে আসে।

এবার টাইগার দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানালেন, তিনি নিশ্চিত করতেন চাচা (খালেদ মাহমুদ) পাশে আছেন তাদের। টাইগারদের এই পেস বোলিং কোচ মনে করেন, খালেদ মাহমুদ পাশে থাকলে ক্রিকেটারদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া সহজ জয়।

প্রোটিয়ান কোচ ডোনাল্ডের ভাষ্যে, ‘আমি সবসময় এটা নিশ্চিত করতে চাই যে, চাচা আমাদের পাশে আছেন। আমি সবসময় চাই, আমার বার্তা তাদের (ক্রিকেটারদের) কাছে যথার্থভাবে পৌঁছাক।’

টাইগার দলের টিম ডিরেক্টরকে ‘চাচা’ বলে তার সতীর্থ থেকে শুরু করে অনেকেই ডেকে থাকেন। ডোনাল্ডকেও বলা হয়েছে একই চাচা বলেই ডাকতে সুজনকে। ডোনাল্ডের চোখে খালেদ মাহমুদ সুজন দলের জন্য ‘ফাদার ফিগার’-এর মতোই। এছাড়াও বাংলাদেশের প্রথম প্রোটিয়া সফরে প্রথমবারের মতো খালেদ মাহমুদ সুজনকে দেখেছেন জানিয়ে ডোনাল্ড আরও যোগ করেন,

‘তাকে চাচা ডাকার জন্য আমাকে বলা হয়েছে। বাংলাদেশ যখন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গেছে তখন আমি একজন লিটল মিডিয়াম পেসারকে (খালেদ মাহমুদ সুজন) দেখি। যে কি না আক্রমণাত্মক থাকতো। অবশ্য তার এটাই আমার ভালো লেগেছে।

সে এই দলের জন্য ফাদার ফিগার। দলের সব ক্রিকেটারের প্রতি তার অনেক ভালোবাসা আছে। তার সঙ্গে আইডিয়া শেয়ার করাটা দারুণ কিছু। আপনি যদি কিছু করে পেতে চান, চাচা আপনাকে সেটা অবশ্যই পাইয়ে দিবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
X
Fresh