• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জিম্বাবুয়েকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নামিবিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ১৭:১২
জিম্বাবুয়েকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নামিবিয়ার
ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের মাঠে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছে ক্রিকেটের পুঁচকে দল নামিবিয়া। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিতে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সিরিজ জিতে নিলো সহযোগী দেশ নামিবিয়া।

বুলাওয়েতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে ২-২ সমতায় ছিল সিরিজটি। শেষ ম্যাচে ফেভারিট ছিল জিম্বাবুয়েই। বিশেষ করে আগে ব্যাট করে নামিবিয়াকে ১২৭ রানে আটকে দেওয়ার পর জিম্বাবুয়ের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ৩২ রানে হারিয়ে ইতিহাস গড়ে গেরহার্ড এরাসমাসের দল। পাঁচ ম্যাচ সিরিজে এর আগে প্রথম ও তৃতীয় ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা আনা নামিবিয়া শেষ পর্যন্ত শেষ ম্যাচ নিজেদের করে নিয়ে ইতিহাস গড়লো দলটি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
X
Fresh