• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যেখানেই আছি, ভালো আছি; ব্যাটিং পজিশন নিয়ে লিটন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২২, ২১:১২
যেখানেই আছি, ভালো আছি; ব্যাটিং পজিশন নিয়ে লিটন
ছবি- ক্রিকইনফো

কাঠফাটা রোদের মধ্যেও বাইশ গজে লিটন দাস নামা মানে সবুজ গালিচায় ব্যাটের মোলায়েম ছোঁয়ায় বসন্ত নামিয়ে আনা। অন্ততপক্ষে চলতি বছর চোখ বন্ধ করে ‘লিটন, লিটন’ রব চলছেই। সাদা পোশাকেই বেশি সুবাস ছড়াচ্ছে এই ক্রিকেটারের ব্যাট।

এই রান লিটন করছেন দলের পক্ষে সাতে বা ছয়ে নেমে। কিন্তু যে ব্যাটসম্যানের ব্যাটিং শিল্পতুল্য বলেই চর্চিত হয়, তার এত নিচে নামাটা কী মানা যায়? দর্শকদের চোখের শান্তির কথা বিবেচনা করলে, উত্তরটা না-ই হবে। তবে লিটন জানিয়েছেন, যে পজিশনে ব্যাটিং করছেন, সেখানেই ভালো আছেন তিনি।

সে লিটন বলতে পারেন, পরিসংখ্যানও লিটনের পক্ষেই কথা বলবে। ২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়ার পর লিটন প্রথম দিকে ব্যাট হাতে ভীষণ দুর্ভোগে ভুগেছেন। অভিষেক ইনিংসে সাতে নেমে ভারতের বিপক্ষে করেছেন ৪৪ রান। পরের টেস্টেই একই পজিশনে পেয়েছেন ফিফটি। পরের তিন ইনিংসে রান মাত্র ৪২।

এরপর প্রথমবারের মতো ওপেনিংয়ে আসেন লিটন। কিন্তু টেস্ট ফরম্যাটে ওপেনিংয়ে লিটন একেবারাই তথৈবচ। এখন পর্যন্ত ১০ ইনিংসে রান করেছেন ১৫৩ রান। নেই কোনো ফিফটিও। সে তুলনায় ৬ বা ৭-এ ছিলেন বেশি ধারাবাহিক। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে খুব বেশি রাঙাতে না পারলেও গত তিন বছর ধরে রঙই ছড়িয়ে যাচ্ছেন তিনি।

২০১৯ সালের নভেম্বর থেকে সর্বশেষ ১৭ টেস্টে ২৭ ইনিংসে ৫০ গড়ে ৩ শতক ও ৮ অর্ধশতকে ১২৯৫ রান করেছেন লিটন। এ সময় মাত্র ৪ ইনিংসে সিঙেল ডিজিটে আউট হয়েছেন তিনি। আর তাই তো ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন উঠতেই লিটনের পালটা প্রশ্ন,

‘আমি যে এ বছর রান করলাম। কোথায় নেমে করছি?’

লিটন জানেন, ভালো করতে থাকলে সুযোগ আসবেই। তবে তার জন্য অপেক্ষাও জরুরি বলে মানেন তিনি। বড়ভাইরা না থাকলে উপরে খেলবেন তিনি। এমনটা জানিয়ে লিটন আরও যোগ করেন,

‘আস্তে আস্তে আসতেছি তো, সুযোগ আসবে। যখন বড় ভাইরা কেউ না কেউ খেলবেন না, তখন আমাকে সুযোগ দেওয়া হবে। এখন আমি সুযোগ দেখছি না ওপরে আসার মতো।’

এই মুহূর্তে নিজের পজিশনে ভালো আছেন জানিয়ে লিটন মন্তব্য করেন, ‘ভালো আছি, যেখানেই আছি।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, নেবে ৭১৪ জন
X
Fresh