• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যে লজ্জার রেকর্ড চায়নি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২২, ১৫:৪৬
যে লজ্জার রেকর্ড চায়নি বাংলাদেশ
ছবি- ক্রিকইনফো

মাহমুদল হাসান জয় দিয়ে শুরু এরপর একে একে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, খালেদ আহমেদ ও এবাদত হোসেন; সবাই আউট হয়েছেন শূন্য রানে। ছয় ডাকের পরও বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান।

১৪৫ বছরের টেস্ট ইতিহাসে যা নতুন রেকর্ড। এর আগে টেস্টে এক ইনিংসে ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর কোনো দল করতে পেরেছিল সর্বোচ্চ ১৫২ রান। মুশফিকুর রহিম ও লিটন দাসের দৃঢ়তায় এবার সেই রেকর্ড ভেঙে বাংলাদেশ করলো ৩৬৫ রান।

২০১৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ডাকের ছক্কা দেখলো ভারত। সেই ম্যাচে ১৫২ রান করেছিলো বিরাট কোহলির দল। এছাড়া ইনিংসে ছয় ডাক দেখা ইনিংসে দলীয় একশ রান পেরিয়েছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ কেবল একশ, দুইশো নয় রীতিমতো তিনশ পেরিয়ে গেলো।

এদিকে ছয় ডাকের ইনিংসে এর আগে কোনো ক্রিকেটার শতক হাঁকাতে পারেনি। সেখানে বাংলাদেশের লিটন ও মুশফিক দুইজনই স্পর্শ করলেন শতরানের মাইলফলক। এই দুই ক্রিকেটার ছাড়া আর দুই অঙ্ক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে পাঁচবার পাঁচ দল ইনিংসে ছয় উইকেট হারালো। ১৯৮০ সালে পাকিস্তান দিয়ে যার শুরু। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড ছিল তালিকায়। বাংলাদেশই একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার এমন লজ্জার কীর্তি গড়লো।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
X
Fresh