• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লিটনের ক্যাচ মিসে হতাশ লঙ্কান কোচ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ২০:২০

চট্টগ্রাম টেস্টে ড্র, ক্রিস সিলভার উড তার প্রথম অ্যাসাইনমেন্টটা খারাপ করেননি। ঢাকা টেস্টে ফিরেও শুরুতে দারুণ কিছু দেখেছেন। লঙ্কান পেসারদের দাপটে বাংলাদেশ হারায় প্রথম ঘণ্টায় ৫ উইকেট। টাইগার ব্যাটারদের ২৪ রানে পাঁচ উইকেট নিয়ে উড়তে থাকা শ্রীলঙ্কা খানিক পরেই মাটিতে নামতে শুরু করে।

লিটন দাস ও মুশফিকুর রহমানের দুর্দান্ত দুটি শতকের ইনিংস। প্রথম ঘণ্টার পর আর সুযোগই আসেনি। লিটন দাস যখন ৪৭ রানে তখন ব্যাক-ওয়ার্ড স্কয়ার লেগে থাকা কামিন্ডু মেন্ডিসের কাছে ক্যাচ গেলেও তালুবন্দি করতে পারেননি বল। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মুশফিক (১১৫*), লিটনের (১৩৫*) রেকর্ড গড়া জুটি। শেষ পর্যন্ত হতাশা ছাপিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লঙ্কান কোচ ক্রিস সিলভার উড মনে করেন, লিটনের ক্যাচটাই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট।

‘শুরুটা যেভাবে শুরু করেছিলাম আমরা সেটা নিঃসন্দেহে দুর্দান্ত ছিল। তবে দিন যত গড়িয়েছে, শুরুর ছন্দটা ধরে রাখতে পারেনি ছেলেরা। বাংলাদেশের দুই ব্যাটার যেভাবে সেশন বাই সেশন খেলেছে সেটা দুর্দান্ত তবে লিটনের ক্যাচটা নিতে পারলে চিত্রটা অন্য রকম হতে পারত দিন শেষে। ওই ক্যাচটাই মোড় ঘুরিয়ে দিয়েছে ম্যাচের।’

মুশফিক-লিটনের জুটি নিয়ে সিলভার উড বলেছেন, ‘তারা খুব ভালো খেলেছে। দুজনেই ভালো বলগুলো ছেড়েছে, খারাপগুলো বেছে নিয়েছে। শেষ পর্যন্ত সেটার সফলতা পেয়েছে দুজন। দুজনকে সম্মান জানাতে হবে, কেন না দুজন যখন ব্যাটিং করতে আসছিল তখন স্কোর-বোর্ডের অবস্থা নাজুক ছিল। আমরা ব্যর্থ হয়েছি বাংলাদেশকে চাপে রাখতে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
X
Fresh