• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সকালের ঝড় পেরিয়ে লড়াইয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১২:২৪

জয়ের দারুণ সম্ভাবনার কথা শুনিয়ে ঢাকা টেস্টে নেমেছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ব্যাট করতে নেমেই ওলটপালট হয়ে গেল।

দুই লঙ্কান পেসারের তোপে একের পর এক ব্যাটারের সাজঘরে ফিরতে দেখে অনেকেরই মন্তব্য, পঞ্চাশ রান পার করতে পারবে বাংলাদেশ! তবে শুরুর ঝড় পেরিয়ে অনেকটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ইনিংসের প্রথম ওভারে কাসুন রাজিথার দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

দ্বিতীয় ওভারে তামিম ইকবালকে শূন্য রানে বিদায় করেন আসিথা ফার্নান্দো। উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। ১ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের ঢাল হয়ে দাঁড়াতে পারেননি নাজমুল হোসেন শান্ত কিংবা অধিনায়ক মুমিনুল হক।

ষষ্ঠ ওভারে মুমিনুলকে ৯ রানে ফেরান আসিথা ফার্নান্দো। পরের ওভারে চতুর্থ বলে ফেরান শান্তকে ৮ রানে ফেরান আসিথা ফার্নান্দো। পঞ্চম বলে বিদায় নেন সাকিব আল হাসান।

২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে ভরসা যোগাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের ব্যাটে শেষ হয়েছে প্রথম সেশন। মুশফিক ২২ ও লিটন দাস অপরাজিত রয়েছেন ২৬ রানে। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh