• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৬১ টেস্টে সাকিবের ৫, জয়ের ছয় ম্যাচেই ৪ শূন্য

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১২:০৩

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছে তিন ব্যাটারের ‘শূন্য’ দিয়ে। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। মাহমুদুল হাসান খেলেছেন দুই বল। তামিম ইকবাল খেলেছেন ৪ বল।

ঘুম থেকে উঠতে যাদের দেরি হয়েছে তারা হয়তো শুরুতে ভেবেছেন, পুরনো কোনো ম্যাচের হাইলাইটস। তবে আগে ব্যাট করতে নেমে যে বাংলাদেশ ঘোর বিপদে আটকে গেছে সেটা নিশ্চিত হতে বেশি সময়ও লাগার কথা না।

তামিম, জয়ের পর সাকিব আল হাসানও সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগে। দুই ওপেনার এক-দুই বল খেলার সুযোগ পেলেও সাকিব ব্যাটে বলই লাগাতে পারেননি। উইকেটে আসলেন আর কাসুন রাজিথার বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে। এ নিয়ে সাকিবের ক্যারিয়ারে এটি পঞ্চমবার শূন্য রানে ফেরা। এই ম্যাচের আগে সাকিব শূন্য রানে বিদায় নেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডে।

৬১ ম্যাচের ক্যারিয়ারে সাকিবের যেখানে পাঁচটি শূন্য, সেখানে মাত্রই ক্যারিয়ার শুরু করা মাহমুদুল হাসান জয়ের হয়ে গেছে ৪টি শূন্য রানের ইনিংস। অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা না খুলে বিদায় নিতে হয় জয়কে। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই বিদায় নিতে হয় শূন্য রানে। দক্ষিণ আফ্রিকা সফরের পর আজ ঢাকা টেস্টেও প্রথম ইনিংসে সাজঘরে ফিরেছেন শূন্য রানে।

বাংলাদেশের হয়ে টেস্টে শূন্য রানে সর্বোচ্চবার বিদায় নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ৬১ ম্যাচে আশরাফুলের শূন্য ১৬ বার। এরপর রয়েছেন ১২বার শূন্য রানে আউট হয়ে মুশফিকুর রহিম (৮২*) ও মাশরাফী বিন মোর্ত্তজা (৩৬)। ৫৩* ম্যাচে ১১বার শূন্য রানে আউট হয়েছেন বর্তমান অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবালের রয়েছে ১০টি শূন্য রানের ইনিংস।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh